অসমীয়া জাতীয় অভিধানের প্রথম খন্ডের ভূমিকা
৩২টা ধারাবাহিক আলাদা আলাদা পিডিএফে পড়তে পাওয়া যাবে বহুখ্যাত অসমীয়া জাতীয় অভিধানের প্রথম খন্ডের ভূমিকা। গ্রন্থটি চার খন্ডে বেরুচ্ছে। ইতিমধ্যে গেল দু বছরে দুই খন্ড বেরিয়েছে। অসমিয়া ভাষাকে সংস্কৃতের গ্রাস মুক্ত করে তার আসল স্বরূপে তুলে ধরবার চেষ্টা আছে এতে। সেই সঙ্গে অসমিয়া ভাষার সমস্ত ঔপভাষিক রূপকেও। এই নিয়ে গেল বছর গোটা অসম বৌদ্ধিক বিতর্কে তোলপাড় হয়েছিল। ডকুমেন্টগুলোর ডানদিকে লেখা ধারাবাহিক সংখ্যা দেখে দেখে খুলবেন।অবশ্যি, যেকোনো একটা পৃষ্ঠা খুললেই নিচের ছবিটার মতো ডানদিকে যে নির্দেশমালা পাবেন সেখানে NEXT টিপলে ঠিক পরের পৃষ্ঠাতে আর PREV টিপলে আগের পৃষ্ঠাতে চলে যেতে পারবেন। আশা করছি কোনো অসুবিধে হবে না।
ভূমিকাটা দেখুন এখানে।
ভূমিকাটা দেখুন এখানে।
Comments