Posts

Showing posts from September, 2020

।। অসমিয়া,মান বাংলা,সিলেটি এবং দু’একটি প্রতিবেশী ভাষা ও ভাষাবৈচিত্র্যের রূপতাত্ত্বিক তুলনা ।। চতুর্থ অধ্যায় ৷৷

Image
 ৷৷ অসমিয়া ভাষা এবং বাংলার সিলেটি ভাষাবৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক ৷৷  ৷৷ একটি কালানুক্রমিক এবং কালিক অনুসন্ধান ৷৷ চতুর্থ অধ্যায় ৷৷ 📚📚📚📚📚📚📚 (মূল গবেষণা  অভিসন্দর্ভে ‘উপভাষা’ শব্দটিই ছিল, ‘ভাষাবৈচিত্র্য’ ছিল না । ছবি ভালো পড়তে না পারলে দুবার ক্লিক করে  বড় করুন। তাতেও না পারলে  এখানে ক্লিক করে বা  একেবারে নিচে গোগোল ড্রাইভে পিডিএফে পড়ুন।  আগে পরের অধ্যায়গুলোর জন্যে এখানে ক্লিক করুন।) প র ম্পরাগত ব্যাকরণ বা ভাষাতত্ত্বের বইতে ব্যাকরণিক সংবর্গের আলোচনাতে শৃঙ্খলা খুবই কম আছে । যেমন আমাদের হাতে আছে ড ০ নির্মল দাশের ‘ভাষাবীথি’ । ধ্বনি ও বর্ণ,ধ্বনি পরিবর্তনের আলোচনার পরে আছে,সাধুভাষা এবং চলিত ভাষার আলোচনা । এর পরে শব্দ প্রকরণ,ধ্বন্যাত্মক শব্দ,ণত্ব-বিধি –ষত্ব-বিধি ইত্যাদি । এর পরে মাঝে লিঙ্গ-বচন-পুরুষ । তারপরে আবার শব্দভাণ্ডার । তারপরে সামান্য প্রত্যয়,উপসর্গ , অনুসর্গ ইত্যাদি ডিঙিয়ে সমাস,অশুদ্ধি সংশোধন ইত্যাদি । এত দূর পথ অতিক্রমের পরে পদ-প্রকরণ ক্রিয়া ইত্যাদি । এই সব সারবার বহু পরে মনে হয়েছে কারক নিয়ে এবারে কিছু কথা বলতে হবে । অথচ কারক বুঝবার আগে কোনো ছাত্রের পক্ষে সমাস বোঝা কঠিন,ব