।।রোমান হরফে বাংলা লেখার পুরাকথা । ।
(লেখাটি 'প্রজ্ঞান' নবম বর্ষ, ২য় সংখ্যা, ২০১১তে বেরিয়েছিল। এ ছা ড়াই দ ৈনিক স ংবাদ ল হরির রবিবাস র প ত্রিকারে ১৭ মার ্চ, ২০১৩ থেকে প র পর ছ'টি স ং খ্যাতে ধারাবাহিক বেরোয়।) চিনা - জাপানিরা যা পারে আমরা না পারব কেন ? ‘ এখন কম্পিউটারের যুগ । সুতরাং ইংরেজি নইলে চলবে না ’ – এই কুসংস্কারের শুরু দুই দশক আগে । নব্বুইর দশকে । নতুন সাংস্কৃতিক আগ্রাসনই বলুন আর দুষ্কৃতীই বলুন এটি এসছে বিশ্বায়নের হাত ধরে । বিশ্বায়ন , কেবল টিভি , মোবাইল , ইণ্টারনেট এবং ইংরেজি ভাষাকে যেন এক সূত্রে গাঁথা হলো নতুন করে। শব্দগুলোর নতুন চিহ্নায়িত হয়ে গেল বিজ্ঞান , আধুনিকতা এবং আভিজাত্য। বিশ শতকের প্রায় পুরোটাই বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলোতে মাইকেল মধুসূদন দত্ত বা তাঁর কালের আরো লেখক বুদ্ধিজীবিদের ইংরেজিতে লিখে বড়লোক হবার দুস্বপ্নের গল্প পড়ে হাসতে হাসতে আমরা যারা মানুষ হয়েছিলাম , শতাব্দী পার করতে না করতেই সেই আমরাই আমাদের ছেলেমেয়েদের মানুষ করতে পাঠালাম সেই ইংরেজি মাধ্যমেরই স্কুলগুলোতেই। বিজ্ঞান আর আধুনিকতাটা আড়ম্বর মাত্র , আঁতের কথাটা হলো আভিজাত্য। আর আভিজাত্যে